The easiest Bengali roadmap for learning AI

AI শেখার সবচেয়ে সহজ বাংলা রোডম্যাপ

AI শেখার সবচেয়ে সহজ বাংলা রোডম্যাপ

AI কতখানি গুরুত্বপূর্ণ এই সময় শেখা সেটা নিশ্চয়ই আপনাদের বলে দেওয়ার দরকার নেই। কিন্তু চলেন আপনাদের বলি কি কি লাগবে শিখতে। আমি আপনাকে একটা সহজ এবং খুবই সিম্পল ওয়েতে এক পোস্টের মধ্যে বলে দিতে পারি যে এই AI শেখার সবচেয়ে সহজ বাংলা রোডম্যাপ।

1️⃣ Step 1: Programming Basics

Python শিখো (AI-এর mother language বলা হয় 🐍) Python রোডম্যাপ আমার youtube চ্যানেলে দিয়ে দেওয়া রয়েছে: https://youtu.be/T7ljuqRnYOQ?si=c2jhLHZ9S0dHFyx0

Basic problem solving + DSA একটু একটু করে ধরো। 6 মাসের মধ্যে কিভাবে DSA এক্সপার্ট হবা সেটার পুরো রোড ম্যাপ আমার youtube-এ দেওয়া হয়েছে: https://youtu.be/iSYHCwYqqRI?si=-zh4lSG4xjHjUxco

2️⃣ Step 2: Math for AI (ভয় পেও না 😅)

  • Linear Algebra (Matrix)
  • Probability & Statistics
  • একটু Calculus concept (শুধু intuition বুঝলেই চলবে)

ইউটিউব এ অনেক ফ্রি রিসোর্সে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে ক্লিয়ার করা আছে ইংরেজি ভিডিও গুলো দেখো আমি কয়েকটা ভিডিও সাজেস্ট করে দিব কমেন্টে ওগুলো দেখে নিও সত্যি কথা বলতে গেলে এত ভয় পাওয়ার কিছু নেই।

3️⃣ Step 3: Machine Learning (ML)

  • Supervised & Unsupervised Learning
  • Regression, Classification, Clustering

বলতে পারো এগুলো একেবারেই বেসিক এগুলা আমার মিডিয়ামে আর্টিকেল থেকে ডিটেলস ভাবে শিখতে পারো: https://naemazam.medium.com/a-gentle-introduction-to-machine-learning-f62bca34307c

4️⃣ Step 4: Deep Learning (DL)

  • Neural Network basics
  • TensorFlow / PyTorch শিখো
  • Image, Text, Audio নিয়ে ছোট model বানাও

এগুলো পরবর্তী বেসিক এগুলো শিখতে পারো আমার মিডিয়াম থেকেই...

5️⃣ Step 5: Real Projects & Portfolio

  • AI chatbot 🤖
  • Recommendation system 🎯
  • Computer Vision project (Face detection, OCR ইত্যাদি) 👁️

এগুলো GitHub + LinkedIn-এ শেয়ার করো। মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর কিছু বেসিক প্রজেক্ট Idea আমি অলরেডি শেয়ার করেছি সোর্স কোড সহ সেগুলো দেখে নিতে পারো: https://naemazam.medium.com/top-machine-learning-project-for-final-year-with-dataset-and-source-code-f149017e794f

6️⃣ Step 6: Keep Learning & Sharing

  • Research paper পড়ো
  • Kaggle competition-এ participate করো
  • আর knowledge শেয়ার করো YouTube / Facebook-এ

আমার গ্রুপে তুমি তোমার ট্যালেন্ট শো করতে পারো অনেক অ্যাপ্রিসিয়েশন পাবা (কারণ শিখানোর মধ্যেই আসল শেখা 😉 যদি তোমার মধ্যেই মানসিকতা থাকে যে তুমি শিখালে অন্যদের থেকে তুমি পিছিয়ে পড়বা তার মানে সবচেয়ে পিছিয়ে তুমি আছো)।

মনে রেখো — Consistency > Talent

AI শিখতে প্রতিদিন 3+ ঘন্টা দিলেও ৬ মাস পর তুমি অন্য লেভেলে পৌঁছে যাবে।

Stay Motivated. Stay Learning.

Post a Comment